আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৩৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬৩৩. হযরত ইবন মাজাহ ঈসা ইবন মুখতারের সনদে, তিনি মুহাম্মদ ইবন আবু লায়লা থেকে, তিনি আতিয়্যা আওফী থেকে তিনি আবু সাঈদ (রা) থেকে, তিনি নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, (কিয়ামতের দিন) নিশ্চয় কাফিরের আকৃতি এত বিশাল হবে যে, তার পেষণ দাঁত উহুদের চেয়ে বড় হবে এবং পেষণ দাঁতের তুলনায় তার দেহ এত বড় হবে, যেমন তোমাদের প্রত্যেকের পেষণ দাঁতের তুলনায় তার দেহ বড় হয়।
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5633- وروى ابْن مَاجَه من طَرِيق عِيسَى بن الْمُخْتَار عَن مُحَمَّد بن أبي ليلى عَن عَطِيَّة الْعَوْفِيّ عَن أبي سعيد عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ إِن الْكَافِر ليعظم حَتَّى إِن ضرسه لأعظم من أحد وفضيلة جسده على ضرسه كفضيلة جَسَد أحدكُم على ضرسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৩৩ | মুসলিম বাংলা