আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৩২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬৩২. হযরত আবু সাঈদ (রা) এ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামে কাফিরের বসার স্থান (এর আয়তন) হবে তিন দিনের দূরত্ব, তার প্রতিটি পেষণ দাঁত হবে উহুদের মত, তার উরু হবে ওয়ারকানের মত এবং তার মাংস ও হাড় ব্যতীত শুধু চামড়াই হবে চল্লিশ হাত।
(আহমাদ, আবূ ইয়ালা, হাকিম সকলেই ইবন লাহী‘আর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5632- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مقْعد الْكَافِر فِي النَّار مسيرَة ثَلَاثَة أَيَّام وكل ضرس مثل أحد وَفَخذه مثل ورقان وَجلده سوى لَحْمه وعظامه أَرْبَعُونَ ذِرَاعا

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْحَاكِم كلهم من رِوَايَة ابْن لَهِيعَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৩২ | মুসলিম বাংলা