আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৯৪
অধ্যায়ঃ ইলেম
ইলমের প্রসার ও সৎপথ বাৎলে দেয়ার প্রতি অনুপ্রেরণা
১৯৪. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি, তিনি বলেছেন : মৃত্যুর পরও চার ব্যাক্তির সওয়াব (আমলকারীর জন্য) অব্যাহত থাকেঃ (১) যে ব্যক্তি আল্লাহর পথে সীমান্ত প্রহরারত অবস্থায় মৃত্যুবরণ করে। (২) যে ব্যক্তি ইলম অর্জন করেছে (তারপরে) যে পর্যন্ত তার উপর আমল করা হতে থাকে, সে পর্যন্ত তার সওয়াব তাকে দেয়া হতে থাকবে। (৩) ঐ ব্যক্তি, যে কোন সাদকায়ে জারিয়া করেছে এবং (৪) ঐ ব্যক্তি যে নেক সন্তান রেখে গেছে, যে তার জন্য দু'আ করে।
(ইমাম আহমদ, বাযযার, তারারানী তাঁর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। একাধিক সাহাবী হতে বিচ্ছিন্নভাবে হাদীসটি সহীহ-মাওকুফ।)
(ইমাম আহমদ, বাযযার, তারারানী তাঁর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। একাধিক সাহাবী হতে বিচ্ছিন্নভাবে হাদীসটি সহীহ-মাওকুফ।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي نشر الْعلم وَالدّلَالَة على الْخَيْر
194 - وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَرْبَعَة تجْرِي عَلَيْهِم أُجُورهم بعد الْمَوْت رجل مَاتَ مرابطا فِي سَبِيل الله وَرجل علم علما فَأَجره يجْرِي عَلَيْهِ مَا عمل بِهِ وَرجل أجْرى صَدَقَة فأجرها لَهُ مَا جرت وَرجل ترك ولدا صَالحا يَدْعُو لَهُ
رَوَاهُ الإِمَام أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَهُوَ صَحِيح مفرقا من حَدِيث غير وَاحِد من الصَّحَابَة رَضِي الله عَنْهُم
رَوَاهُ الإِمَام أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَهُوَ صَحِيح مفرقا من حَدِيث غير وَاحِد من الصَّحَابَة رَضِي الله عَنْهُم
বর্ণনাকারী: