মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
২১। আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা অধিক সন্তান জন্ম দানকারী মহিলাকে বিয়ে করবে, কেননা আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে পূর্ববর্তী উম্মাতদের সাথে গর্ব করব।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদ উত্তম।)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن عبد الله بن عمرو (1) بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال أنكحوا امهات الأولاد (2) فانى أباهى بهم يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১ | মুসলিম বাংলা