মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
২২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিয়ে করতে আদেশ করতেন, আর কঠোরতার সাথে বিয়ে বর্জন করতে নিষেধ করতেন। আর বলতেন: তোমরা প্রেমময়ী অধিক সন্তান জন্মদান কারিনী মহিলাদেরকে বিয়ে করবে, কেননা আমি কেয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে নবী (ﷺ)গণ (আ)-এর সাথে গর্ব করব।
(তাবারানী, আল মু'জামুল আউসাত; ইবন হিব্বান আস-সহীহ। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসান।)
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল কোন নারী উত্তম? তিনি বললেন, যে স্বামীকে খুশি করে যখন সে তার দিকে তাকায়। আর তার আনুগত্য করে যখন সে তাকে আদেশ করে। আর যে তার নিজ সত্তায়ও স্বামীর মালে তার অপছন্দনীয় কোন কাজ করে না।
(নাসাঈ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(তাবারানী, আল মু'জামুল আউসাত; ইবন হিব্বান আস-সহীহ। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসান।)
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল কোন নারী উত্তম? তিনি বললেন, যে স্বামীকে খুশি করে যখন সে তার দিকে তাকায়। আর তার আনুগত্য করে যখন সে তাকে আদেশ করে। আর যে তার নিজ সত্তায়ও স্বামীর মালে তার অপছন্দনীয় কোন কাজ করে না।
(নাসাঈ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن أنس بن مالك (4) قال كان رسول الله صلى الله عليه وسلم يأمر بالباءة (5) وينهى عن التبتل نهيا شديدا ويقول تزوجوا الودود (6) الولود فانى مكاثر بكم الانبياء يوم القيامة (عن أبى هريرة) (7) سئل رسول الله صلى الله عليه وسلم أى النساء خير؟ قال التى تسره اذا نظر وتطيعه اذا أمر ولا تخالفه (8) فيما يكره فى نفسها وماله