মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : অবিবাহিত যুবককে কুমারী মেয়ে বিয়ে করতে উৎসাহ দান তবে বিশেষ কোন কারণে অকুমারীকে বিয়ে করলে ভিন্ন কথা।
২৫। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে জাবির, তোমার কি স্ত্রী আছে? আমি বললাম, হাঁ। তিনি বললেন, তুমি কি অকুমারীকে বিয়ে করেছ না কুমারীকে? আমি তাঁকে বললাম, আমি অকুমারীকে বিয়ে করেছি। তিনি বললেন, তুমি কেন কুমারীকে বিয়ে করনি? আমি তাঁকে বললাম, আমার পিতা আপনার সাথে যুদ্ধে গিয়ে উহুদের দিন শহীদ হয়েছেন। তিনি কিশোরী মেয়েদেরকে রেখে গিয়েছেন। আমি তাদের মত কিশোরীকে তাদের সাথে যুক্ত করতে অপছন্দ করেছি। তাই অকুমারীকে বিয়ে করেছি সে তাদের মাথার উকুন মারবে, আর তাদের কারোর জামা ছিড়ে গেলে তা সেলাই করবে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি উত্তম বিবেচনা করেছ।
(তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি বিয়ে করেছ? আমি বললাম, হাঁ। তিনি বললেন, কুমারী নাকি অকুমারী? আমি বললাম, অকুমারী। তিনি বললেন, তুমি কেন কুমারী বিয়ে করনি, তুমি তাদের আদর সোহাগ করতে আর সে তোমাকে আদর সোহাগ করত? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আর সাতটি মেয়ে রেখে গিয়েছেন। আমি তাদের মত অপটু মেয়েকে তাদের সাথে যুক্ত করতে অপছন্দ করেছি, তাই একজন বয়স্কা মহিলাকে বিয়ে করেছি, যে তাদের চুল আচড়াবে, আর তত্ত্বাবধান করবে। তিনি বললেন, তুমি সঠিক কাজ করেছ।
(তাঁর থেকে তৃতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। আর তাতে আছে) তিনি বললেন, তোমাদের আনমাত (পশমের ন্যায় আঁশযুক্ত পাতলা কাপড়ের বিছানা) আছে? আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি দরিদ্র, কিরূপে আমার তা থাকবে? তিনি বললেন, তুমি এখন দরিদ্র, অচিরেই আল্লাহ তোমাকে সম্পদশালী করবেন, আর তোমাদের আনমাত হবে। আজ আমি আমার স্ত্রীকে বলি: তুমি আমার থেকে তোমার আনমাত সরাও। আর সে বলে, হাঁ, রাসূলুল্লাহ (ﷺ) কি বলেননি, অচিরেই তোমাদের আনমাত হবে। তাই আমি কিরূপে এর ব্যবহার ত্যাগ করব?
(বুখারী, মুসলিম, তাহাবী শরহে মা'আনীল আছারে।)
(বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
জাবির (রা)-এর উটের ঘটনায় বর্ণিত এ হাদীসের অনেক বর্ণনা সূত্র আছে যা সাহাবীগণ (রা)-এর কৃতিত্বের পর্বে “জাবির (রা)-এর কৃতিত্ব” শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হবে।
كتاب النكاح
باب الترغيب فى التزوج بالابكار من النساء الا لمصلحة فى الثيب
عن جابر بن عبد الله (2) قال قال لى رسول الله يا جابر ألك امرأة؟ قال قلت نعم، قال أثيبا نكحت أم بكرا؟ قال قلت له تزوجتها وهى ثيب قال فقال لى فهلا (3) تزوجتها جويرية؟ قال قلت له قتل أبى معك يوم كذا وكذا (4) وترك جوارى فكرهت أن أضم اليهن جارية كاحداهن فتزوجت ثيبا تقصع (5) قملة احداهن، وتخيط درع احداهن (6) اذا تخرق، قال فقال رسول الله صلى الله عليه وسلم فانك نعم ما رأيت (وعنه من طريق ثان) (7) قال قال لى رسول الله صلى الله عليه وسلم هل نكحت؟ قلت نعم، قال أبكرا أم ثيبا؟ قلت ثيبا، قال فهلا بكرا تلاعبها وتلاعبك (8)؟ قلت يا رسول الله قتل أبي يوم أحد وترك سبع بنات وكرهت أن أجمع إليهن خرقاء (1) مثلهن ولكن امرأة تمشطهن (2) وتقيم عليهن، قال أصبت (3) (وعنه من طريق ثالث (4) بنحوه وفيه) قال لكم أنماط؟ (5) قلت يا رسول الله وأنى (6) فقال خف (7) أما إنها ستكون لكم أنماط، فأنا اليوم أقول لامرأتى نحى عن أنماطك (8) فتقول نعم ألم يقل رسول الله صلى الله عليه وسلم إنها ستكون لكم أنماط فأتركها؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৫ | মুসলিম বাংলা