মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
২৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) উম্মে সুলাইম (রা)-কে জনৈকা যুবতীকে দেখার জন্য পাঠালেন, আর বললেন, তুমি তার গোড়ালির উপরিভাগ দেখবে। 
(তাবারানী আল মু'জামুল কাবীরে, হাকিম, বায়হাকী। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তার কথা সমর্থন করেছেন।)
(তাবারানী আল মু'জামুল কাবীরে, হাকিম, বায়হাকী। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তার কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن أنس ابن مالك (14) أن النبى صلى الله عليه وسلم أرسل أم سليم تنظر الى جارية فقال شمى عوارضها (15) وانظري إلى عرقوبها