মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: ধার্মিক এবং সৎচরিত্রের কাছে কন্যা দানে উৎসাহিতকরণ যদিও দরিদ্র ও কুৎসিৎ হয়।
২৭। আবূ বারযা আসলামী (রা) নবী (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের মত দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। তার শেষে রয়েছে, সাবিত (রা) বলেন, আনসারদের মধ্যে তাঁর চেয়ে অধিকতর বিয়ের প্রস্তাব প্রাপ্তা কোন বিধবা মহিলা ছিল না। ইসহাক ইবন আব্দুল্লাহ ইবন আবূ তালহা (রা) সাবিত (রা)- কে বললেন, আপনি কি জানেন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্য কি দোয়া করেছেন? তিনি বলেছেন, হে আল্লাহ আপনি তার উপর কল্যাণ ঢেলে দিন। আর তার জীবিকা কষ্টসাধ্য করবেন না। তিনি বলেন, আনসারদের মধ্যে তাঁর চেয়ে অধিকতর বিয়ের প্রস্তাব প্রাপ্তা কোন বিধবা মহিলা ছিল না।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা সাহাবাগণ (রা)-এর ফযীলতের পর্বে জুলায়বীব (রা)-এর ফযীলত শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে। মুসলিম এবং নাসাঈ হাদীসটিকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা সাহাবাগণ (রা)-এর ফযীলতের পর্বে জুলায়বীব (রা)-এর ফযীলত শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে। মুসলিম এবং নাসাঈ হাদীসটিকে বর্ণনা করেছেন।)
كتاب النكاح
باب الترغيب فى التزويج من ذى الدين والخلق المرضى وإن كان فقيرا أو دميم الخلقة
وعن أبى برزة الاسلمى (5) عن النبى صلى الله عليه وسلم نحوه مطولا، وفى آخره قال ثابت فما كان فى الانصار ايّم (6) انفق منها: وحدّث اسحاق بن عبد الله بن أبى طلحة ثابتا قال هل تعلم ما دعا لها رسول الله صلى الله عليه وسلم؟ قال اللهم صب عليها الخير صبا ولا تجعل عيشها كدّا كدا قال فما كان فى الأنصار ايم انفق منها