মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং:
তালাক অধ্যায়
অধ্যায় : তালাক

পরিচ্ছেদ: প্রয়োজনে তালাক বৈধ, প্রয়োজন না হলে তা মাকরূহ হওয়া এবং এ বিষয়ে পিতার আনুগত্য প্রসঙ্গ।
১। 'আসিম ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব (রা)-কে তালাক দেন। পরে তাকে ফিরিয়ে নেন।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, দারিমী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবু দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেননি।)
كتاب الطلاق
كتاب الطلاق

باب في جوازه للحاجة وكراهته مع عدمها وطاعة الوالد فيه
عن عاصم بن عمرأن رسول الله صلى الله عليه وسلم طلق حفصة بنت عمر بن الخطاب ثم ارتجعها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১ | মুসলিম বাংলা