মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ২
তালাক অধ্যায়
অধ্যায় : তালাক
পরিচ্ছেদ: প্রয়োজনে তালাক বৈধ, প্রয়োজন না হলে তা মাকরূহ হওয়া এবং এ বিষয়ে পিতার আনুগত্য প্রসঙ্গ।
পরিচ্ছেদ: প্রয়োজনে তালাক বৈধ, প্রয়োজন না হলে তা মাকরূহ হওয়া এবং এ বিষয়ে পিতার আনুগত্য প্রসঙ্গ।
২। লাকীত ইবন সাবিরা (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমার এক স্ত্রী আছে। তারপর তিনি তার কথাবার্তায় ঔদ্ধত্যপনা ও কষ্ট প্রদান সম্বন্ধে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তাকে তালাক দিয়ে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সে (অনেক দিন হতে) আমার সংশ্রবে আছে এবং তার থেকে আমার সন্তানও রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে তাকে রেখে দাও এবং তাকে (কল্যাণকর বিষয়ের) নির্দেশ দাও। যদি তার মধ্যে ভাল কিছু থাকে, তবে সে অবশ্যই আমল করবে আর তুমি তোমার স্ত্রীকে প্রহার করো না; যেরূপ তোমার দাসীকে প্রহার করে থাক।
(হাদীসটি বিবাহ অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি বিবাহ অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الطلاق
كتاب الطلاق
باب في جوازه للحاجة وكراهته مع عدمها وطاعة الوالد فيه
باب في جوازه للحاجة وكراهته مع عدمها وطاعة الوالد فيه
عن لقيط بن صبرة قال يا رسول الله إن لي امرة فذكر من طول لسانها وإيذائها فقال طلقها، قال يا رسول إنها ذات صحبة وولد قال فأمسكها وأسرها فإن يك فيها خير فستفعل، ولا تضرب ظعينتك ضرب أمتك