মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং:
তালাক অধ্যায়
অধ্যায় : তালাক

পরিচ্ছেদ: প্রয়োজনে তালাক বৈধ, প্রয়োজন না হলে তা মাকরূহ হওয়া এবং এ বিষয়ে পিতার আনুগত্য প্রসঙ্গ।
৪। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব করবে না। কোন মহিলাকে তার ফুফু এবং খালার উপর (সতীনরূপে) বিয়ে করা যাবে না। কোন মহিলা তার বোনের তালাক চাইবে না, তার পাত্রে যা আছে তা ভোগ করার এবং নিজে বিয়ে করার উদ্দেশ্যে। কেননা, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন, তাই সে ভোগ করবে।
(হাদীসটি বিবাহ অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الطلاق
كتاب الطلاق

باب في جوازه للحاجة وكراهته مع عدمها وطاعة الوالد فيه
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب الرجل على خطبة أخيه، ولا تنكح المرأة على عمتها ولا على خالتها، ولا تسأل طلاق أختها لتكتفئ ما في صفحتها ولتنكح فإنما لها ما كتب الله لها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪ | মুসলিম বাংলা