মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ৩
তালাক অধ্যায়
অধ্যায় : তালাক
পরিচ্ছেদ: প্রয়োজনে তালাক বৈধ, প্রয়োজন না হলে তা মাকরূহ হওয়া এবং এ বিষয়ে পিতার আনুগত্য প্রসঙ্গ।
পরিচ্ছেদ: প্রয়োজনে তালাক বৈধ, প্রয়োজন না হলে তা মাকরূহ হওয়া এবং এ বিষয়ে পিতার আনুগত্য প্রসঙ্গ।
৩। রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মহিলা তার স্বামীর নিকট কোন অসুবিধা না থাকা সত্ত্বেও তালাক চায় তার জন্য জান্নাতের ঘ্রাণও হারাম।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, দারিমী, ইবন হিব্বান, হাকিম। হাদীসটি বুখারী মুসলিমের শর্তে উপনীত হওয়ায় হাকিম (র) এটাকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন। হাফিয (র) বলেছেন, ইবন খুযায়মা (র) ও ইবন হিব্বান (র) ইহাকে সহীহ বলেছেন। আহমাদ (র)-এর বর্ণনায় এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি।)
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, দারিমী, ইবন হিব্বান, হাকিম। হাদীসটি বুখারী মুসলিমের শর্তে উপনীত হওয়ায় হাকিম (র) এটাকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন। হাফিয (র) বলেছেন, ইবন খুযায়মা (র) ও ইবন হিব্বান (র) ইহাকে সহীহ বলেছেন। আহমাদ (র)-এর বর্ণনায় এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الطلاق
كتاب الطلاق
باب في جوازه للحاجة وكراهته مع عدمها وطاعة الوالد فيه
باب في جوازه للحاجة وكراهته مع عدمها وطاعة الوالد فيه
عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها الطلاق من غير ما بأس فحرام عليها رائحة الجنة