মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খোরপোষ অধ্যায়

হাদীস নং: ৩৩
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ : দরিদ্রতা বা এরূপ কারণে স্বামী স্ত্রীর খোরপোষ দানে অক্ষম হলে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ।
৩৩। আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সর্বোত্তম সাদাকা হল, যা সচ্ছল অবস্থায় প্রয়োজনাতিরিক্ত মাল থেকে) করা হয়। উপরের হাত নীচের হাত অপেক্ষা ভাল। আর তুমি তোমার পোষ্যদের থেকে সাদাকা শুরু কর। তাকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমার পোষ্য কারা? তিনি বললেন, তোমার স্ত্রী তোমার পোষ্য, যে বলে আমাকে আহার্য দাও তা না হলে তুমি আমাকে ছেঁড়ে দাও। (অন্য শব্দে: অথবা আমাকে তালাক দাও।) এবং তোমার দাসী, যে বলে, আমাকে আহার্য দাও এবং আমাকে কাজে ব্যবহার কর। এবং তোমার সন্তান, যে বলে, আমাকে কার নিকট রেখে যাবেন?
(মুনতাকা গ্রন্থকার হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমদ ও দারাকুতনী বর্ণনা করেছেন। হাদীসটির সনদ সহীহ।)
كتاب النفقات
باب إثبات الفرقة للمرأة إذا تعذرت النفقة على زوجها بإعسار ونحوه
عن أبي هريرة عن النبي صلى الله عليه سولم قال خير الصدقة ما كان منها عن ظهر غني واليد العليا خير من اليد السفلى وابدأ بمن تعول فقيل ومن أعول يا رسول الله؟ قال امرأتك ممن تعول تقول أطعمني وإلا فارقني (وفي لفظ أو طلقني) وجاريتك تقول أطعمني واستعملني، وولدك يقول إلى من تتركني
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৩ | মুসলিম বাংলা