মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং:
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়

পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
৩। সুরাকা ইবন মালিক ইবন জু'শুম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন অন্তিম রোগে আক্রান্ত তখন তিনি তাঁর নিকট আসলেন। তিনি বলেন, আমি তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করলাম। এমনকি আর কোন বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করব সেটা আমার স্মরণ হত না। তখন বলতেন, স্মরণ কর। তিনি বলেন, আমি যে সব বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করেছি তার মধ্যে একটি হল, আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! যখন আমার উটপালকে পান করানোর জন্য আমার হাউযগুলো পানি দ্বারা পূর্ণ করি সে সময় হারানো পশুপাল এসে হাউযকে বেষ্টন করে নেয়। যদি আমি এগুলোকে পান করাই তবে কি আমি কোন পুরস্কার পাব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, প্রত্যেক কলিজাবিশিষ্ট তৃষ্ণার্ত পশুকে পান করানোর মধ্যে আল্লাহর নিকট পুরস্কার রয়েছে।
(ইবন মাজাহ। আহমাদ (র)-এর নিকট হাদীসটির সনদ সহীহ।)
كتاب الأشربة
كتاب الأشربة

باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن سراقة بن مالك بن جعشم (4) أنه دخل على رسول الله صلى الله عليه وسلم فى وجعه الذى توفى فيه، قال فطفقت أسأل رسول الله صلى الله عليه وسلم حتى ما أذكر ما أسأله عنه، فقال اذكره، قال وكان مما سألته عن أن قلت يا رسول الله صلى الله عليه وسلم نعم فى سقى كل كبد (وفى لفظ فى كل ذات كبد) حرّى أجر لله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩ | মুসলিম বাংলা