মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৪
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
৪। সাইয়ার ইবন মানযূর ফাযারী (র) তার পিতা থেকে, তিনি বুহায়সা (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমার পিতা নবী (ﷺ)-এর নিকট অনুমতি চেয়ে তার কাছে গেলেন এবং অতি নিকটে গেলেন। এরপর তিনি বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! কোন বস্তুর ব্যাপারে বাঁধা দেওয়া বৈধ নয়? তিনি বললেন, পানি। এরপর বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! (এরপর) কোন বস্তুর ব্যাপারে বাঁধা দেওয়া বৈধ নয়? তিনি বললেন, লবন। এরপর বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! (তারপর) কোন বস্তুর ব্যাপারে বাঁধা দেওয়া বৈধ নয়? তিনি বললেন, তুমি যে কোন নেক কাজ করবে, এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ)-এর বক্তব্য পানি এবং লবন পর্যন্তই শেষ হয়েছে। বর্ণনাকারী বলেন, প্রশ্নকারী সেই ব্যক্তি কোন বস্তুতে বাঁধা দিতেন না; যদিও তা সামান্য পরিমাণ হত।
(আবূ দাউদ। নাসাঈ! হাদীসটির সূত্র ভাল। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ। নাসাঈ! হাদীসটির সূত্র ভাল। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن سيار بن منظور الفزارى (5) عن أبيه عن بهيسة قالت استأذن أبى النبى صلى الله عليه وسلم فجعل يدنو منه ويلتزمه، ثم قال يا نبى الله ما الشئ الذى لا يحل منعه؟ قال الماء، ثم قال يا نبى الله ما الشئ الذى لا يحل منعه؟ قال الملح، ثم قال يا نبى الله ما الشئ الذى لا يحل منعه؟ قال النبى صلى الله عليه وسلم أن تفعل الخير خير لك، قال فانتهى قوله إلى الماء والملح (6) قال وكان ذلك الرجل لا يمنع شيئًا وإن قل