মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৫
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
৫। 'আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেন যে, যে ব্যক্তি তার প্রয়োজনাতিরিক্ত পানি অথবা প্রয়োজনাতিরিক্ত ঘাস নিতে বাধা দেবে, কিয়ামতের দিন আল্লাহ স্বীয় অনুগ্রহ হতে তাকে বঞ্চিত করবেন।
(তায়ালিসী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'লায়স ইবন আবি সুলায়ম' বিতর্কিত।)
(তায়ালিসী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'লায়স ইবন আবি সুলায়ম' বিতর্কিত।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن عمرو بن شعيب عن أبيه عن جده (7) عن النبى صلى الله عليه وسلم قلل من منع فضل مائه (8) أو فضل كلئه (1) منعه الله فضله يوم القيامة