মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, একদা রাসূল(ﷺ)-কে জিজ্ঞাসা করা যে, কোন ধরনের পানীয় সর্বাধিক উত্তম? তিনি বললেন, মিঠা ঠাণ্ডা পানীয়।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এর সনদে বর্ণনাকারী তাবে'ঈ-এর নাম উল্লেখ করা হয় নি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এর সনদে বর্ণনাকারী তাবে'ঈ-এর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
عن ابن عباس (8) أن النبى صلى الله عليه وسلم سئل أى الشراب أطيب؟ قال الحلو البارد