মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং:
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
৯। জাবির ইবন আবদিল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা পাত্র ঢেকে রাখবে এবং মশকের মুখ বন্ধ করবে। কেননা, বছরে একটি রাত আছে, যাতে মহামারী অবতীর্ণ হয়। যে কোন অনাবৃত পাত্র এবং বন্ধনমুক্ত মশকের ওপর দিয়ে অতিক্রম করবে, তাতেই সে মহামারী নেমে আসবে।
(মুসলিম)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
عن جابر بن عبد الله (9) الأنصارى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول غطوا الإناء وأوكوا (10) السقاء فان فى السنة ليلة ينزل فيها وباء (11) لا تمرّ بإناء لم يغط لا سقاء لم يوك إلا وقع فيه من ذلك الوباء
tahqiqতাহকীক:তাহকীক চলমান