মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
১১। তাঁরই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় তিনি পানি পান করতে চাইলেন। একলোক বলল, আমি কি আপনাকে নাবীয পান করাব? তিনি বললেন, হ্যাঁ। লোকটি দৌড়ে গিয়ে এক পাত্র নাবীয নিয়ে এল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এটা ঢেকে আন নি কেন? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত। এরপর তিনি তা পান করলেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
وعنه أيضًا (6) قال كنا مع النبى صلى الله عليه وسلم فاستقى ماءًا فقال رجل ألا أسقيك نبيذًا (7) قال، بلى قال فخرج الرجل يسعى قال فجاء باناء فيه نبيذ، فقال رسول الله صلى الله عليه وسلم ألا خمّرته ولو أن تعرض عليه عودًا ثم شرب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১ | মুসলিম বাংলা