মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
১০। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুমায়দ আনসারী (রা) দিনের বেলা দুধের একটি পাত্র নিয়ে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়। সে সময় তিনি বাকী' নামক স্থানে অবস্থান করছিলেন। নবী (ﷺ) বললেন, তুমি এটা ঢেকে আন নি কেন? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, আমাকে আবূ হুমায়দ সা'ঈদী (রা) সংবাদ দিয়েছেন যে, তিনি নবী (ﷺ) -এর নিকট নাকী' নামক স্থানে নবী (ﷺ)-এর নিকট একপাত্র দুধ নিয়ে উপস্থিত হন। পাত্রটি অনাবৃত ছিল। নবী (ﷺ) তাকে বললেন, তুমি এটা কেন ঢেকে আননি? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত। আবূ হুমায়দ (রা) বলেন, নবী (ﷺ) পাত্র ঢেকে রাখতে, রাতের বেলা দরজা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী যাকারিয়্যা (র) আবূ হুমায়দ (রা)-এর এ উক্তিটি বর্ণনা করেন নি।
(মুসলিম)
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, আমাকে আবূ হুমায়দ সা'ঈদী (রা) সংবাদ দিয়েছেন যে, তিনি নবী (ﷺ) -এর নিকট নাকী' নামক স্থানে নবী (ﷺ)-এর নিকট একপাত্র দুধ নিয়ে উপস্থিত হন। পাত্রটি অনাবৃত ছিল। নবী (ﷺ) তাকে বললেন, তুমি এটা কেন ঢেকে আননি? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত। আবূ হুমায়দ (রা) বলেন, নবী (ﷺ) পাত্র ঢেকে রাখতে, রাতের বেলা দরজা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী যাকারিয়্যা (র) আবূ হুমায়দ (রা)-এর এ উক্তিটি বর্ণনা করেন নি।
(মুসলিম)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
وعنه أيضًا (13) قال جاء أبو حميد الأنصارى رضى الله عنه بإناء من لبن نهارًا إلى النبى صلى الله عليه وسلم وهو بالبقيع فقال النبى صلى الله عليه وسلم ألا خمرته (14) ولو أن تعرض (1) عليه عودا
(وعنه من طريق ثان) (2) قال أخبرنى أبو حميد الساعدى أنه أتى النبى صلى الله عليه وسلم بقدح لبن من النقيع (3) ليس بمخمَّر فقال النبى صلى الله عليه وسلم لولا خمرته ولو بعود تعرضه، قال أبو حميد إنما أمر النبى صلى الله عليه وسلم بالأسقية أن توكأ وبالأبواب أن تغلق ليلًا (4) ولم يذكر زكريا قول أبى حميد بالليل
(وعنه من طريق ثان) (2) قال أخبرنى أبو حميد الساعدى أنه أتى النبى صلى الله عليه وسلم بقدح لبن من النقيع (3) ليس بمخمَّر فقال النبى صلى الله عليه وسلم لولا خمرته ولو بعود تعرضه، قال أبو حميد إنما أمر النبى صلى الله عليه وسلم بالأسقية أن توكأ وبالأبواب أن تغلق ليلًا (4) ولم يذكر زكريا قول أبى حميد بالليل