মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৪
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ

পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৪। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ) (মদীনা) আসেন তখন আমার বয়স দশ বছর। আর তিনি যখন ইনতিকাল করেন তখন আমার বয়স বিশ বছর। আমার মা-খালাগণ তাঁর সেবা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেন। একদা তিনি আমাদের নিকট উপস্থিত হলেন। আমরা তাঁর জন্য একটি গৃহপালিত বকরীর দুধ দোহন করলাম। এর সঙ্গে বাড়ীর একটি কূপের কিছু পানি মিশিয়ে দিলাম। সে সময় এক বেদুঈন তার ডান পাশে ছিলেন। আবূ বকর (রা) ছিলেন তার বাম পাশে আর উমর (রা) এক কোণে ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) এটা পান করার পর উমর (রা) বললেন, আবূ বকর (রা)-কে দিন। কিন্তু তিনি বেদুঈনকে দিলেন এবং বললেন, ডান, এরপর ডান (অধিক হক রাখে)।
(মুসলিম, মালিক ও ইমামচতুষ্টয়)
كتاب الأشربة
أبواب آداب الشرب

باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن أنس (4) قال قدم النبى صلى الله عليه وسلم (5) وأنا ابن عشر، ومات وأنا ابن عشرين وكن امهاتى (6) تخشنى على خدمته، فدخل علينا فحلبنا له من شاة داجن (7) وشيب له من بئر الدار وأعرابى عن يمينه وأبو بكر عن يساره وعمر ناحية، فشرب رسول الله صلى الله عليه وسلم فقال عمر أعط أبا بكر، فناول الأعرابى وقال الأيمن فالأيمن

হাদীসের ব্যাখ্যা:

হযরত আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত হাদীছটিতে দেখা যাচ্ছে, সর্বপ্রথম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধপান করেছেন। তিনি ছিলেন মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তি। তাই শুরুটা তাঁর থেকেই হওয়ার কথা। তারপর তিনি তাঁর ডান পাশে যে ছিল তাকে পান করতে দিয়েছেন। ডান পাশে ছিল এক বেদুঈন। বাম পাশে হযরত আবু বকর সিদ্দীক রাযি.। মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. শ্রেষ্ঠ হলেও তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামদিকে ছিলেন, তাই বেদুঈনের উপর তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়নি। অগ্রাধিকার দেওয়া হয়েছে ডান দিকের জনকে। যদিও সে একজন বেদুঈন এবং মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. অপেক্ষা অনেক নিচে।

নিয়ম হচ্ছে, মজলিসে যিনি সর্বাপেক্ষা সম্মানী, শুরুটা তার থেকেই হবে। তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে। বামদিকের লোকদের তুলনায় তাদের অধিকার বেশি, যদিও গুরুত্ব ও মর্যাদায় বামদিকের লোকদের তুলনায় ডানদিকের লোকেরা সাধারণ পর্যায়ের হয়। এ ঘটনায় ডানদিকে ছিলেন একজন বেদুইন। অন্যদিকে বামদিকে ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর মতো একজন বয়স্ক ও গণ্যমান্য ব্যক্তি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাবার, পানীয় বা অন্য যে-কোনও বস্তু বিতরণকালে মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।

খ. তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান