মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১৭
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৭। আবদুল্লাহ ইবন আবি আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে ছিলাম। সে সময় কোন পানি পাচ্ছিলাম না। পরে (এক স্থানে পানি পেলে) আমরা পানির ওপর ঝাপিয়ে পড়লাম। বর্ণনাকারী বলেন, এরপর তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে (পানপাত্র নিয়ে) পান করাচ্ছিল। যখনই তারা তাঁর নিকট পানীয় নিয়ে আসছিল তখনই তিনি বলছিলেন, কওমের পানীয় পরিবেশনকারী সবার শেষে পান করবে। এ কথা তিনবার বললেন। এভাবে তারা সকলে পান করলেন।
(আবূ দাউদ। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবূ দাউদ। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
أبواب آداب الشرب 
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن عبد الله بن أبى أوفى (7) قال كنا فى سفر فلم نجد الماء (8) قال ثم هجمنا على الماء بعد (9) قال فجعلوا يسقون رسول الله صلى الله عليه وسلم (10) فكلما أتوه بالشراب قال رسول الله صلى الله عليه وسلم ساقى القوم آخرهم ثلاث مرات حتى شربوا كلهم
হাদীসের ব্যাখ্যা:
এটা একটা ইসলামী আদব যে, যে ব্যক্তি পানি, শরবত, দুধ, চা ইত্যাদি পরিবেশন করবে, সে নিজে পান করবে সকলের শেষে। এমনিভাবে খাদ্যদ্রব্য, ফল-ফলাদি বিতরণেও এ আদব অনুসরণীয়। অর্থাৎ বিতরণকারী নিজে খাবে সবার পরে। ইবনু রাসলান রহ. বলেন, এ হাদীছ দ্বারা ইশারা পাওয়া যায়, যে ব্যক্তি উম্মতের কোনও বিষয়ে দায়িত্বশীল হবে, তার কর্তব্য হবে আগে মানুষের উপকার-অপকারের দিকে লক্ষ রাখা। অর্থাৎ কিসে তাদের উপকার হয় এবং কীভাবে তাদের অনিষ্ট দূর করা যায়, সেটাই হবে তার প্রথম লক্ষ্যবস্তু। সে নিজ স্বার্থের উপর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দেবে। নিজ সুবিধা-অসুবিধা চিন্তা করবে তাদের পরে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মজলিসে যে ব্যক্তি পানীয় বা খাদ্য পরিবেশন করবে, সে নিজে পান করবে সকলের পর।
খ. যে-কোনও বিষয়ে দায়িত্বশীল ব্যক্তি প্রথমে অন্যদের স্বার্থ রক্ষায় কাজ করবে। নিজ স্বার্থ চিন্তা করবে সবার পরে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মজলিসে যে ব্যক্তি পানীয় বা খাদ্য পরিবেশন করবে, সে নিজে পান করবে সকলের পর।
খ. যে-কোনও বিষয়ে দায়িত্বশীল ব্যক্তি প্রথমে অন্যদের স্বার্থ রক্ষায় কাজ করবে। নিজ স্বার্থ চিন্তা করবে সবার পরে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
 তাহকীক:তাহকীক চলমান
তাহকীক:তাহকীক চলমান