মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ২২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : দাঁড়ানো অবস্থায় পান করা।
২২। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রা)-কে কোন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় পান করা সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। জাবির (রা) বললেন, আমরা এটা অপছন্দ করি।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ বিতর্কিত।)
كتاب الأشربة
باب النهى عن الشرب قائمًا
عن أبى الزبيرقال سألت جابرًا عن الرجل يشرب وهو قائم قال جابر كنا نكره ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২২ | মুসলিম বাংলা