মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ২৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : দাঁড়ানো অবস্থায় পান করা।
২৩। তারই সূত্রে জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবূ সা'ঈদ খুদরী (রা)-কে এ সম্বন্ধে সাক্ষ্য দিতে শুনেছি যে, নিশ্চয়ই নবী (ﷺ) এরূপ করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং পেশাব করাকালে কিবলামুখি হতেও নিষেধ করেছেন।
(মুসলিম)
(মুসলিম)
كتاب الأشربة
باب النهى عن الشرب قائمًا
وعنه أيضًا (6) عن جابرأنه قال سمعت أبا سعيد الخدرى يشهد أن النبى صلى الله عليه وسلم زجر عن ذلك (7) وزجر أن نستقبل القبلة لبول