মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ২৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: এ বিষয়ে অবকাশ প্রসঙ্গ।
২৫। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে, বসে, নগ্নপায়ে, জুতা পরে পান করেছেন। আর (সালাত আদায় শেষে প্রয়োজনে) তিনি ডান দিক থেকে ফিরেছেন অথবা বাম দিক থেকে ফিরেছেন।
(তায়ালিসী। হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب الأشربة
باب الرخصة فى ذلك
عن عاءشة (10) رضي الله عنها قالت شرب رسول الله صلى الله عليه وسلم قائمًا قاعدًا ومشى حافيًا وناعلًا وانصرف عن يمينه وعن شماله
tahqiqতাহকীক:তাহকীক চলমান