মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ২৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: এ বিষয়ে অবকাশ প্রসঙ্গ।
২৪। যাযান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত 'আলী ইবন আবি তালিব (রা) দাঁড়ানো অবস্থায় পান করলেন। সে সময় লোকেরা তার দিকে দৃষ্টিপাত করল। মনে হল, যেন তারা এটার প্রতি আপত্তি জানাচ্ছেন। (অন্য বর্ণনায় রয়েছে: এরপর তারা এটার প্রতি অস্বীকৃতি জানালেন।) তিনি বললেন, তোমরা কি দেখছ? যদি দাঁড়ানো অবস্থায় পান করি (তবে, এতে বিস্ময়ের কিছু নেই) কেননা, রাসূলুল্লাহ (ﷺ) -কে দাঁড়ানো অবস্থায় পান করতে দেখেছি। আর যদি বসা অবস্থায় পান করি (তবে এটাও আমি নিজের পক্ষ হতে করি নি।) কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বসা অবস্থায় পান করতে দেখেছি।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী 'আতা ইবন সায়িব' শেষ বয়সে স্মৃতি বিভ্রাটে আক্রান্ত হয়েছিলেন।)
كتاب الأشربة
باب الرخصة فى ذلك
عن زاذان (8) أن علىّ بن أبى طالب رضى الله عنه شرب قائمًا فنظر إليه الناس كأنهم أنكروه (وفى رواية فأنكروا ذلك عليه) فقال ما تنظرون؟ إن أشرب قائمًا فقد رأيت النبى صلى الله عليه وسلم يشرب قائمًا (9) وإن أشرب قاعدًا فقد رأيت النبى صلى الله عليه وسلم يشرب قاعدًا

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। সুতরাং এ হাদীছের দ্বারা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে, দাঁড়িয়ে পানি পান করা জায়েয। হারাম বা গুনাহ নয়। কারও কারও ধারণা ছিল দাঁড়িয়ে পান করা হারাম। হযরত আলী রাযি. তা রদ করার জন্য দাঁড়িয়ে পান করেছিলেন। তবে এ কথা ঠিক যে, উত্তম ও সুন্নত হল বসে পান করা।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

দাঁড়ানো অবস্থায় পানি পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান