মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৩৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : পাত্রে শ্বাস ফেলা ও ফুঁক দেয়ার প্রতি নিষেধাজ্ঞা।
৩৫। ইবনুল মুসান্না (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি মারওয়ানের নিকট উপস্থিত ছিলাম। এরপর সেখানে আবূ সা'ঈদ (রা) উপস্থিত হলেন। তখন মারওয়ান তাকে বললেন, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছেন যে, তিনি পানীয়ের মধ্যে ফুঁক দিতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। এরপর এক ব্যক্তি বলল, আমার তো এক নিঃশ্বাসে পান করা দ্বারা পিপাসা মেটে না। তিনি বললেন, তুমি পাত্রটি মুখ হতে সরিয়ে নিবে। তারপর শ্বাস ফেলবে। সে বলল, যদি আমি তাতে ময়লা দেখি তবে? তিনি বললেন, তবে তা ঢেলে ফেলে দিবে।
(তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الأشربة
باب النهي عن التنفس فى الإناء والنفخ فيه
عن ابن المثنى (3) قال كنت عند مروان فدخل أبو سعيد رضى الله عنه فقال سمعت (4) رسول الله صلى الله عليه وسلم ينهى عن النفخ فى الشراب؟ قال نعم، فقال رجل أنى لا أروى (5) من نفس واحد، قال أبنه (6) عنك ثم تنفس قال أرى فيه القذاة (7) قال بأهرقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৫ | মুসলিম বাংলা