মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৩৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : পাত্রে শ্বাস ফেলা ও ফুঁক দেয়ার প্রতি নিষেধাজ্ঞা।
৩৬। আবু কাতাদা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ পান করে, সে যেন পাত্রে শ্বাস না ফেলে। যদি কেউ ইসতিনজা করতে যায় তবে সে যেন তার ডান হাতে না মুছে। আর যখন পেশাব করে তবে সে যেন তার ডান হাত দ্বারা তার পুরুষাঙ্গ স্পর্শ না করে।
(হাদীসটি 'তাহারাত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'তাহারাত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأشربة
باب النهي عن التنفس فى الإناء والنفخ فيه
عن أبى قتادة (8) أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب أحدكم فلا يتنفس فى الإناء، وإذا دخل الخلاء فلا يتمسح بيمينه، وإذا بال فلا يمس ذكره بيمينه