মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৪৯
পানীয় অধ্যায়
হালাল ও হারাম নাবীয প্রসঙ্গ

পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
৪৯। ইয়াহইয়া (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবরাহীম ইবন সা'দ (রা)-কে বলতে শুনেছি যে, আমি সুফিয়ান-এর ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে, আমি তাকে নাবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলে অথবা তাকে নাবীয সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তুমি খুরমা খাও এবং পানি পান কর, এটা তোমার পেটে নাবীয হয়ে যাবে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।)
كتاب الأشربة
أبواب الأنبذة الجائزة والمحرمة

باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
وحدّثنا يحيى (4) قال سمعت إبراهيم بن سعد يقول أشهد على سفيان أنى سألته أو سئل عن النبيذ فقال كل تمرًا واشرب ماءًا يصير فى بطنك نبيذًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৯ | মুসলিম বাংলা