মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৫০
পানীয় অধ্যায়
হালাল ও হারাম নাবীয প্রসঙ্গ

পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
৫০। সুহায়রা বিনতে জায়ফার (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা হজ্জ করে মদীনা ফিরে এলাম। এরপর আমরা সাফিয়্যা বিনতে হুয়াই (রা)-এর নিকট উপস্থিত হলাম। আমরা সেখানে কুফাবাসী কয়েকজন মহিলাকে পেলাম। তারা আমাদেরকে বলল, যদি তোমরা ইচ্ছা কর, তবে তোমরা জিজ্ঞাসা কর, আমরা শুনব। আর যদি ইচ্ছা কর, তবে আমরা জিজ্ঞাসা করি, তোমরা শুন। তখন আমরা বললাম, তোমরা জিজ্ঞাসা কর। এরপর তারা মহিলা ও তার স্বামী বিষয়ক এবং হায়েযবিষয়ক কিছু কথা জিজ্ঞাসা করল। এরপর তারা মটকায় প্রস্তুত নাবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হে ইরাকীরা, তোমরা মটকায় প্রস্তুত নাবীয বিষয়ে আমাদের ওপর বাড়াবাড়ি করেছে। তোমাদের কোন মহিলার ওপর এতে অসুবিধা নেই যে, সে স্বীয় খুরমা রান্না করবে, এরপর তা ঘর্ষণ-মর্দণ কর আবর্জনা দূর করবে, তারপর এটা মশকে রেখে এর মুখ বন্ধ করে দিবে। এরপর সুস্বাদু হলে সে নিজে পান করবে এবং তার স্বামীকে পান করাবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, ইহা আহমাদ, তাবারানী, আবূ ইয়া'লা বর্ণনা করেছেন।)
كتاب الأشربة
أبواب الأنبذة الجائزة والمحرمة

باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
عن صيرة بنت جيفر (5) قالت حججنا ثم انصرفنا إلى المدينة فدخلنا على صفية بنت حيى فوافقنا عند نسوة من أهل الكوفة فقلن لنا إن شئتن سألتن وسمعنا (6) وغن شئتن سألنا وسمعتن فقلنا سلن، فسألن عن أشياء من أمر المرأة وزوجها من أمر المحيض ثم سألن عن نبيذ الجر (7) فقالت أكثرتم علينا يا أهل العراق فى نبيذ الجر، وما على أحداكن أن تطبخ ثمرها تدلكه ثم تصفيه فتجعله فى سقائها وتوكى (8) عليه فإذا طاب شربت وسقت زوجها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫০ | মুসলিম বাংলা