মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৫১
পানীয় অধ্যায়
হালাল ও হারাম নাবীয প্রসঙ্গ

পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
৫১। আবদুল্লাহ দায়লামী (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমরা তো আঙ্গুর চাষ করি। এদিকে মদ হারাম হওয়ার বিধান অবতীর্ণ হয়েছে। সুতরাং আমরা এর দ্বারা কী করব? তিনি বললেন, তোমরা এটাকে কিশমিশ বানাবে। (বর্ণনাকারী বলেন,) সে লোক বলল, এরপর আমরা কিশমিশ দ্বারা কী করব? তিনি বললেন, তোমরা এটা দ্বারা ভোরবেলা নাবীয তৈরি করে, বিকালবেলা পান করবে এবং বিকালবেলা নাবীয তৈরী করে, সকালবেলা পান করবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা কারা, সে বিষয়ে আপনি অবহিত আছেন আর আমরা কোন শ্রেণীর মানুষের সামনে অবস্থান করি তাও আপনি জানেন। এবতাবস্থায় আমাদের অভিভাবক কে হবেন? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটাই আমার জন্য যথেষ্ট।
(আবূ দাউদ, নাসাঈ। আবূ দাউদ (র) এর মুনযিরী হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأشربة
أبواب الأنبذة الجائزة والمحرمة

باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
عن عبد الله بن الديلى عن أبيه (9) قال قدمت على رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنا أصحاب أعناب وكرم وقد نزل تحريم الخمر فما نصنع بها؟ قال تتخذونه زبيبًا، فنصنع بالزبيب ماذا؟ قال تنقعونه على غدائكم وتشربونه على عشائكم، وتنقعونه على عشائكم وتشربونه على غدائكم، قال قلت يا رسول الله نحن من قد علمت (1) ونحن نزول بين ظهرانى من قد علت (2) فمن ولُّينا؟ قال الله ورسوله قلت حسبى يا رسول الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫১ | মুসলিম বাংলা