মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৫৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৫৮। আবূ আবদুল্লাহ জাসরী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মা'কিল ইবন ইয়াসার (রা)-কে শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, একদা আমরা মদীনায় ছিলাম। সেখানে প্রচুর পরিমাণে খেজুর হয়। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য 'ফাযীখ' (কাঁচা খেজুর হতে তৈরী মদ) হারাম করেছেন। বর্ণনাকারী বলেন, তার নিকট এক ব্যক্তি এসে তার অতিবৃদ্ধা মা সম্বন্ধে জিজ্ঞাসা করল যে, আমরা কি তাকে নাবীয পান করাতে পারব? কেননা, তিনি খাবার খান না? তখন মা'কিল (রা) তাকে নিষেধ করে দেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, ইহা আহমাদ ও তাবারানী সংক্ষেপে বর্ণনা করেছেন। ইহার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن أبى عبد الله الجسرى (5) قال سألت معقل بن يسار رضي الله عنه عن الشراب فقال كنا بالمدينة وكانت كثيرة التمر فحرّم علينا رسول الله صلى الله عليه وسلم الفضيح (6) وأتاه رجل فسأله عن أم له عجوز كبيرة أنسقيها النبيذ فإنها لا تأكل الطعام؟ فنهاه معقل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৮ | মুসলিম বাংলা