মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৫৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৫৯। সাবিত বুনানী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে জিজ্ঞাসা করলাম। তাকে বললাম, মটকায় তৈরী নাবীয পান করতে নিষেধ করা হয়েছে? তিনি বললেন, লোকেরা তো এটা বলে। আমি বললাম, কে এটা বলে? নবী (ﷺ)? তিনি বললেন, লোকেরা তাই বলে। এরপর বললাম, হে আবূ আবদির রহমান, আপনি কি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন? তিনি বললেন, লোকেরা তাই মনে করে। বর্ণনাকারী বলেন, সেদিন তাকে আমার থেকে বিমুখ রাখা হয়। যদি তাদের কারো নিকট জিজ্ঞাসা করা হত যে, আপনি কি নবী (ﷺ) -এর নিকট হতে শুনেছেন, তবে তিনি রাগান্বিত হতেন এবং তাকে প্রহার করতে উদ্যত হতেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن ثابت البنانى (7) قال سألت ابن عمر رضي الله عنهما فقلت أنهى عن نبيذ الجر؟ (8) فقال قد زعموا ذاك، فقلت من زعم ذاك؟ النبى صلى الله عليه وسلم؟ قال زعموا ذاك، فقلت با أبا عبد الرحمن أنت سمعته من النبى صلى الله عليه وسلم؟ قال قد زعموا ذاك (9) قال فصرفه عنه يومئذ، وكان أحدهم إذا سئل أنت سمعته من النبى صلى الله عليه وسلم غضب ثم همّ بصاحبه