মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৬০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬০। সুওয়াইদ ইবন মুকাররিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) -এর নিকট এক মটকা নাবীয নিয়ে এলাম। তারপর আমি তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তা পান করতে নিষেধ করেন। ফলে আমি তা ভেঙ্গে ফেলি।
(তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, এটা আহমাদ বর্ণনা করে বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, এটা আহমাদ বর্ণনা করে বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن سويد بن مقرِّن (1) قال أتيت رسول الله صلى الله عليه وسلم بنبيذ فى جره فسألته فنهانى عنها فكسرتها