মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৬২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬২। শায়বানী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আবি আওফা (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) সবুজ মটকায় তৈরী নাবীয খেতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, তবে সাদা বর্ণের মটকা হলে? তিনি বললেন, আমি জানি না।
(বুখারী, তায়ালিসী)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن الشيبانى (3) قال سمعت ابن أبى أوفى قال نهى رسول الله صلى الله عليه وسلم عن نبيذ الجر الأخضر (4) قال قلت فالأبيض قال لا أدرى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬২ | মুসলিম বাংলা