মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৬৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬৩। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী সাফিয়্যা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
(আবূ ইয়া'লা। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আবু ইয়া'লা বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن صفية زوج النبى صلى الله عليه وسلم (5) عن النبى صلى الله عليه وسلم بنحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৩ | মুসলিম বাংলা