মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৬৫
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাঁচা খেজুর ও শুকনো খেজুর একত্রে মিশ্রিত করতে এবং কিশমিশ ও শুকনো খেজুর একত্রে মিশ্রিত করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, এবং তিনি জুরাশবাসীদের নিকট লিখেছেন যেন তারা কিশমিশ ও খেজুর একত্র করে নাবীয তৈরী না করে।
(মুসলিম, নাসাঈ)
(মুসলিম, নাসাঈ)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن ابن عباس (1) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن البسر والتمر أن يخطاها جميعًا: وعن الزبيب والتمر أن يخلطا جميعًا: قال وكتب إلى أهل جرش (2) أن لا يخلطوا الزبيب والتمر