মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৬৬
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৬। আবু সা'ঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি সবুজ মটকায় নাবীয তৈরী করতে নিষেধ করেছেন, শুকনো খেজুর ও কিশমিশ একত্র করতে নিষেধ করেছেন, কাঁচা ও পাকা খেজুরও একত্র করতে নিষেধ করেছেন।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبى سعيد الخدرى (3) عن النبى صلى الله عليه وسلم أنه نهى عن الجر (4) أن يبنذ فيه، وعن التمر والزبيب أن يخلط بينهما، وعن البسر والتمر أن يخلط بينهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৬ | মুসলিম বাংলা