মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৯০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯০। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় আমি আবদুল কায়স গোত্রের প্রতিনিধিদল প্রত্যক্ষ করেছি। তারা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করে, তখন তিনি তাদেরকে এসব পাত্রের নাবীয পান করতে নিষেধ করেন। অর্থাৎ মটকা, কদুর খোলস, আলকাতরাযুক্ত পাত্র, খেজুর গাছের গোড়া দ্বারা তৈরী পাত্রের নাবীয পান করতে নিষেধ করেন। বর্ণনাকারী বলেন, এরপর সে গোত্রের একলোক উঠে বলল, ইয়া রাসূলাল্লাহ! নিশ্চয় লোকদের (এসব পাত্র ব্যতীত) আর কোন পাত্র নেই। বর্ণনাকারী বলেন, তখন আমি নবী (ﷺ)-কে দেখলাম যেন তিনি মানুষের জন্য দুঃখ প্রকাশ করছেন। এরপর তিনি বললেন, তোমাদের জন্য যা হালাল তা পান কর। যদি তা নষ্ট (নেশাকর) হয়ে যায় তবে ফেলে দিও।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী 'শাহর ইবন হাওশাব'-এর মধ্যে সামান্য দুর্বলতা রয়েছে। তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী 'শাহর ইবন হাওশাব'-এর মধ্যে সামান্য দুর্বলতা রয়েছে। তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
وعنه أيضاً (6) قال إني لشاهد لوفد عبد قيس قدموا على رسول الله صلى الله عليه وسلم فنهاهم أن يشربوا في هذه الأوعية الحنتم والدباء والمزفت والنقير، قال فقام إليه رجل من الفوم فقال يا رسول الله إن الناس لا ظروف لهم (7) قال فرأيت رسول الله صلى الله عليه وسلم كأنه يرثى للناس (8) قال فقال اشربوا ما طاب لكم (9) فإذا خبث فذروه