মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৯১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯১। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) কতিপয় পাত্র ব্যবহার করতে নিষেধ করেন, তখন আনসারগণ বলল, এটা তো আমাদের জন্য অপরিহার্য। (কেননা, এ ছাড়া আমাদের অন্য কোন পাত্র নেই।) তিনি বললেন, তাহলে কোন অসুবিধা নেই।
(বুখারী, তিরমিযী, ইবন মাজাহ।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
عن جابر بن عبد الله (10) قال لما نهى رسول الله صلى الله عليه وسلم عن الأوعية فقالت الانصار فلا بد لنا (11) قال فلا إذن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯১ | মুসলিম বাংলা