মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৯৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯৩। আলী (রা) সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। তবে তাতে আরও আছে যে, আমি তোমাদেরকে শরাবের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তাতে পান কর এবং নেশাকর বস্তু হতে বিরত থাক।
(হাদীসটি 'কবর যিয়ারত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'কবর যিয়ারত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
وعن علي رضي الله عنه نحوه (8) (وفيه) ونهيتكم عن الأوعية فاشربوا فيها واجتنبوا كل ما أسكر