মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৯৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯৪। আনাস (রা) থেকে আলী (রা) সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা রয়েছে। এবং তাতে আরও আছে যে, আমি তোমাদেরকে এসব পাত্রের নাবীয পান করতে নিষেধ করেছিলাম। এখন তোমর যে কোন পাত্রে ইচ্ছা কর পান করতে পার। তবে তোমরা নেশাকর বস্তু পান করবে না। সুতরাং যে চায় সে তার পাত্রের মুখ বেঁধে রেখে গোনাহগার হোক।
(হাদীসটি 'কবর যিয়ারত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'কবর যিয়ারত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
وعن أنس بن مالك (9) نحو حديث علي رضي الله عنه وفيه ونهيتكم عن النبيذ في هذه الأوعية فاشربوا بما شئتم ولا تشربوا مسكرا فمن شاء أوكا سقاءه على إثم