মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৯৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯৫। আবদুল্লাহ ইবন মুগাফফাল মুযানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মটকার নাবীয নিষেধ করেন, সে সময় আমি তার নিকট উপস্থিত ছিলাম এবং যখন তিনি এ ব্যাপারে অনুমতি দেন তখনও আমি তার নিকট উপস্থিত ছিলাম। তিনি বলেছেন, এবং তোমরা নেশাকর বস্তু হতে বেঁচে থাকবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারী নির্ভরযোগ্য। এর সনদে বর্ণনাকারী আবূ জা'ফর রাযী সম্বন্ধে যে সমালোচনা করা হয়েছে তা দোষনীয় নয়।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
عن عبد الله بن مغفل المزني (10) قال أنا شهدت رسول الله صلى الله عليه وسلم حين نهى عن نبيذ الجر (1) وأنا شهدته حين رخص فيه قال واجتنبوا المسكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৫ | মুসলিম বাংলা