মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১১০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১১০। উম্মু হাবীবা বিনতে আবি সুফিয়ান (র) থেকে বর্ণিত যে, ইয়ামানের একদল লোক রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট আসলে তিনি তাদেরকে সালাত, সুন্নাহ ও ফরয বিধি-বিধান শিক্ষা দেন। এরপর তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কিছু শরাব আছে, যা আমরা গম, যব দ্বারা প্রস্তুত করি। বর্ণনাকারী বলেন, তখন তিনি বললেন, এটা কি গুবায়রা? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমরা এটা খেয়ো না। (বর্ণনাকারী বলেন,) এর দু'দিন পর তারা পুনরায় তার নিকট গম ও যব হতে তৈরী শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করল। তখন তিনি বললেন, এটা কি গুবায়রা? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমরা এটা খেয়ো না। এরপর যখন তারা চলে আসার ইচ্ছা করল তখন আবার সে সম্বন্ধে তাঁকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, এটা কি গুবায়রা? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমরা এটা খেয়ো না। এরপর তারা বলল, লোকেরা তো এটা পরিহার করবে না। তিনি বললেন, যে ব্যক্তি তা পরিহার না করবে তার গর্দানে আঘাত করবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, আবু ইয়া'লা ও তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ বিতর্কিত। তবে তার হাদীস হাসান।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن أم حبيبة (7) بنت أبي سفيان أن أناسا من أهل اليمن قدموا على رسول الله صلى الله عليه وسلم فأعلمهم الصلاة والسنن والفرائض، ثم قالوا يا رسول الله أن لنا شرابًا نصنعه من القمح والشعير قال فقال الغبيراء؟ (8) قالوا نعم، قال لا تطعموه، ثم لما كان بعد ذلك بيومين ذكروهما له أيضاً، فقال الغبيراء؟ قالوا نعم قال لا تعطموه، ثم لما أرادوا أن ينطلقوا سألوا عنه فقال الغبيراء؟ قالوا أنعم، قال لا تطعموه، قالوا فإنهم لا يدعونها، قال من لم يتركها فاضربوا عنقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান