মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১১১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১১১। কায়স ইবন সা'দ ইবন উবাদা (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার প্রভূ আল্লাহ তা'আলা আমার ওপর মদ, তবলা, জুয়াখেলা হারাম করেছেন। তোমরা গুবায়রা হতে বেঁচে থাক। কেননা, এটা পৃথিবীর তৃতীয়াংশ মদ।
(তাবারানী। হাদীসটির সনদে বর্ণনাকারী 'উবায়দুল্লাহ ইবন যাহর'-কে আবূ যুর'আ (র) ও নাসাঈ (র) নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু অধিকাংশ হাদীসবিশারদ তাকে দুর্বল বলেছেন।)
(তাবারানী। হাদীসটির সনদে বর্ণনাকারী 'উবায়দুল্লাহ ইবন যাহর'-কে আবূ যুর'আ (র) ও নাসাঈ (র) নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু অধিকাংশ হাদীসবিশারদ তাকে দুর্বল বলেছেন।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن قيس بن سعد بن عبادة (10) أن رسول الله صلى الله عليه وسلم قال إن ربي تبارك وتعالى حرم على الخمر والكوبة والقنين (1) وإياكم والغبيراء (2) فإنها ثلث خمر العالم