মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১২২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২২। আবূ যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ চল্লিশ রাত পর্যন্ত তার কোন সালাত কবুল করবেন না। এরপর যদি সে তাওবা করে, তবে তার তাওবা কবুল করা হবে। এরপর যদি পুনরায় পান করে, তবে এর অনুরূপ বিধান হবে। (বর্ণনাকারী বলেন,) আমি জানি না, তৃতীয়বার নাকি চতুর্থবার পান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এরপর যদি সে পুনরায় পান করে, তবে অবশ্যই আল্লাহ তাকে 'তীনাতুল খাবাল' পান করাবেন লোকেরা বলল, 'তীনাতুল খাবাল' কী? তিনি বললেন, জাহান্নামবাসীদের মলমূত্র।
(বাযযার, তাবারানী। হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن أبي ذر (3) قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل له صلاة أربعين ليلة، فإن تاب تاب الله عليه، فإن عاد كان مثل ذلك، فما أدري أفي الثالثة أم في الرابعة قال رسول الله صلى الله عليه وسلم فإن عاد كان حتما (4) على الله عز وجل أن يسقيه من طينة الخبال: قالوا يا رسول الله وما طينة الخبال؟ قال عصارة أهل النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান