মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১২৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২৩। ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মদ পান করে, চল্লিশ রাত পর্যন্ত তার কোন সালাত কবুল করা হবে না। এরপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ তার তাওবা কবুল করবেন। এরপর যদি পুনরায় পান করে, তবে অবশ্যই আল্লাহ তাকে 'খাবাল নহর' হতে পান করাবেন। তাকে জিজ্ঞাসা করা হল, 'খাবাল নহর' কী? তিনি বললেন, জাহান্নামবাসীদের পুঁজ।
(তিরমিযী, নাসাঈ, আবূ দাউদ, হাকিম, তায়ালিসী। মুনযিরী (র) বলেছেন, হাদীসটিকে তিরমিযী (র) হাসান বলেছেন। হাকিম (র) বলেছেন এর সনদ সহীহ।)
(তিরমিযী, নাসাঈ, আবূ দাউদ, হাকিম, তায়ালিসী। মুনযিরী (র) বলেছেন, হাদীসটিকে তিরমিযী (র) হাসান বলেছেন। হাকিম (র) বলেছেন এর সনদ সহীহ।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن ابن عمر (5) أن النبي صلى الله عليه وسلم قال من شرب الخمر لم تقبل صلاته أربعين ليلة، فإن تاب تاب الله عليه فإن عاد كان حقا على الله تعالى أن يسقيه من نهر الخبال قيل وما نهر الخبال؟ قال صديد أهل النار