মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১২৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২৮। আবদুল্লাহ ইবন আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাতে এটা পান করা হতে বঞ্চিত করবেন। এবং আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি স্বর্ণের অলংকার পরে আল্লাহ তাকে জান্নাতে এর পরিধান হতে বঞ্চিত করবেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আহমাদের (র) বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن عبد الله بن عمرو (1) عن النبي صلى الله عليه وسلم قال من مات من أمتي وهو يشرب الخمر حرم الله عليه شربها في الجنة، ومن مات من أمتي وهو يتحلى الذهب حرم الله عليه لباسه في الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান