মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১২৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ফেলে দেয়া, মদের পাত্রসমূহ ভেঙ্গে ফেলা এবং মদকে সিরকা বানানোর প্রতি নিষেধাজ্ঞা।
১২৯। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন মদ (মাটিতে) প্রবাহিত করে দেন এবং এর কলসগুলো ভেঙ্গে ফেলেন। আর তিনি এটা বেচাকেনা করতে এবং মূর্তি বেচাকেনা করতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্টয়)
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্টয়)
كتاب الأشربة
باب ما جاء في أراقة الخمر وكسر أوانيه والنهي عن تخليله
عن جابر بن عبد الله (2) قال لما كان يوم فتح مكة أهراق (3) رسول الله صلى الله عليه وسلم الخمر وكسر جراره ونهى عن بيعه وبيع الأصنام