মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৩১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ফেলে দেয়া, মদের পাত্রসমূহ ভেঙ্গে ফেলা এবং মদকে সিরকা বানানোর প্রতি নিষেধাজ্ঞা।
১৩১। আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর নিকট একটি ছুরি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলে আমি তা নিয়ে গেলাম। তারপর তিনি সেটাকে ধার (শান) দেওয়ার জন্য পাঠালে তা ধার দেওয়া হয়। তারপর তিনি সেটা আমাকে দিয়ে বললেন, তুমি এটা নিয়ে আমার নিকট সকালবেলা আসবে। বর্ণনাকারী বলেন, আমি তাই করলাম। সে সময় তিনি তাঁর সাহাবীদের নিয়ে মদীনার বাজারে বের হন। সেখানে কিছু মদের মশক ছিল, যা শাম থেকে আনা হয়েছিল। তিনি ছুরিটি আমার হাত হতে নিয়ে সেখানে যেসব মশক ছিল সবগুলো ভেঙ্গে ফেলেন। তারপর ছুরিটি আমাকে দিলেন এবং যে সকল সাহাবী তাঁর সঙ্গে ছিলেন তাদেরকে নির্দেশ দিলেন, যেন তারা আমার সঙ্গে চলে এবং আমার সহযোগিতা করে। তিনি আমাকে নির্দেশ দিলেন, যেন আমি সকল বাজারে যাই এবং যে কোন মদের পাত্র পাওয়া গেলে তাই যেন ভেঙ্গে ফেলি। বর্ণনাকারী বলেন, আমি তাই করলাম। বাজারে মদের যে কোন পাত্র পেয়েছি, তাই ভেঙ্গে ফেলেছি।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী আবূ বকর ইবন আবি মারয়াম দূর্বল। ইতিপূর্বে বর্ণিত হাদীসসমূহ তাকে সমর্থন করে।)
كتاب الأشربة
باب ما جاء في أراقة الخمر وكسر أوانيه والنهي عن تخليله
عن عبد الله بن عمر (1) قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن آتيه بمدية وهي الشفرة فأتيته بها فأرسل بها فأرهفت (2) ثم أعطانيها وقال أغد على بها ففعلت، فخرج بأصحابه إلى أسواق المدينة وفيها زقاق خمر (3) قد جلبت من الشام فأخذ المدية مني فشق ما كان من تلك الزقاق بحضرته (4) ثم أعطانيها وأمر أصحابه الذين كانوا معه أن يمضوا معي وان يعاونوني، وأمرني أن آتي الأسواق كلها فلا أجد فيها زق خمر إلا شققته ففعلت، فلم أترك في أسواقها زقا إلا شققته
tahqiqতাহকীক:তাহকীক চলমান